কাব্যানুশীলনে অনির্বাণ চ্যাটার্জি

নতুন বছর
আমার মতো করে বেঁচে আছি
এতগুলো পুরনো বছর
রক্তের কমে আসছে জোর
এতগুলো বসন্তের শেষে
আরও একটি বৈশাখী ভোর
পৃথিবী বদলেছে, সবকিছু বদলায় দ্রুত
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া তবু
একই আছে গন্ধে ও রঙে
আমার অতীত শুধু ভালবাসা, স্নেহ খুঁজে ফেরে
নতুন বছর, এতো লাশ গোনে কেন ¡
দুর্নীতির দাপট পথে পথে!
ওগো ভোর, লাল টগরের,সুগন্ধি বেলি,করন্জার/
নতুন বছরে যদি ভালবাসা ফিরে ফিরে
আসে হে আবার…