T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অরুণিমা চ্যাটার্জী

কোথায় উমা?
আমার উমা ধুলো মলিন পথের ধারে থাকে,
মাটির উমা প্যান্ডেলেতে আলোর নানা সাজে।
আমার উমা দুটি হাতে সারাবেলার কাজে,
মাটির উমা দশভূজা মৌনব্রত ধরে ।
আমার উমা উমনো ঝুমনো রুক্ষ চুলে জটা,
মৃন্ময়ী মা দামি বসন দারুন সালাঙ্কারা।
আমার উমার প্রতিবাদে চোখে আগুন জ্বলে,
মাটির উমা পাষাণ যেন চুপটি করে থাকে।
সাঁঝ বেলাতে আমার উমা তুলসী মঞ্চে আসে,
প্রদীপ আলো সঙ্গে করে মঙ্গল দীপ জ্বালে।
থিম পূজো আর উপাচারে মৃন্ময়ী মা খুশি,
ভক্তি বীনে চিন্ময়ী রূপ সবই বৃথা ফাঁকি।
আমার উমা বিয়ে করে না অটো চালায় রাতে,
কি করে সব সামলে রাখে,
ভেল্কি দুটো হাতে !
মৃন্ময়ী মা আসবে বলে কত আয়োজন,
সমারোহ নেই আমার উমার তবু প্রয়োজন।
লক্ষ্য কোটি এমন উমা ঘরে ঘরে আছে,
বন্দি তাদের, পূজি তাদের চক্ষু যদি খোলে !