তুমি কিন্তু একদম পড়ছ না কিটু ।
রাগ করলে চিত্রলেখা মেয়েকে ‘মন’ বলে ডাকে না । ‘কিটু’ ডাকে । আসলে ওর ভাল নাম কীর্তিকা ব্যানার্জি ।
মনেরও মন খারাপ ।
সে বলল,
পড়ছি তো, পিংকি আন্টি বলল তো তোমায় সব পেরেছি ।
তবে এবার ফার্স্ট হতে পারলে না কেন ! তোমার বাবা রাগ করেছে । এতো কাদা লেগে কেন জামায়!
নার্সারি ক্লাসে গেছিলাম ।
এটাও আন্টিরা বলছে তুমি নাকি ক্লাসে ক্লাসে ঘুরে বেড়াও ।
পক্ষিরাজের কথা বলি, সবাই শুনতে চায় ।
এখনও তুমি ওসব আজগুবি বিশ্বেস করছ । বাবা বলেছে না ওসব কিছু হয় না ।