T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অরিন্দম চট্টোপাধ্যায়

চলন্ত ট্রেন ও ওরা দুজন
চলন্ত ট্রেনের দরজার সামনে ওরা দুজন
ওরা ওদের স্বপ্নগুলো
বাদুরের ডানার মতো ছড়িয়ে দেয়
কথকতায় মেঘ ভেঙে যায়, বৃষ্টি হয়
তবুও দৃষ্টি যেন পাহাড় ছুঁয়ে ফেলে
ওদের অভিমান গুলো
যেন নদীপথে নুড়ি পাথর
যেতে চেয়েও বেশীদূর গড়িয়ে যায় না
একটা জড়ানো ভালবাসার মতন
ওরা যেন চায় না
ট্রেনের যাত্রপথ শেষ হোক্
চলতে চায় দিগন্ত পেরোনো পথ ধরে দূরে
আরও দূরে আরও দূরে
ওরা দাঁড়িয়ে থাকতে চায় ঐ দরজার পাশে
দৃশ্যক্রমে আসুক সবুজ ভূমি উপত্যকা
ধূসর প্রান্তর দীঘি জল
ও কোন স্রোত হীন নদী
চলন্ত ট্রেনে দরজার সামনে ওরা দুজন…