T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

নতুন বছর
কে কাঁদছে? কার কার কান্নার শব্দ?
রাত্রিবেলা কান খাড়া করে শুনছি
নোতুন বাংলা বছর শেষ চৈত্র বাতাসে আকাশের গন্ধ
কোথায় একটা রাতচরা পাখি ডাকছে ¡
কে কাঁদছে? ভোরের হালকা ঘুমে দেখলাম
বইয়ের দোকান থেকে মা, জ্যেঠিমাআমাদের’হাসিখুশি’ কিনে দিচ্ছে
ক তো ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট
লাল টগর ফুটতে শুরু করে দিয়েছে
বড়দা বলতো গাছটা লাগিয়ে যাচ্ছি তোমরা ফুল নিও
সবাই বড়ো তাড়া তাড়ি চলে গেল
আমি আর কতো দিন একা একা নোতুন বছরের জন্য
অপেক্ষা করে থাকবো…….