কবিতায় অরুণিমা চ্যাটার্জী

ফাগুন বিদায়
মন ফাগুনে ফুল ফুটলেও
আমার এখন শীতের বেলা,
পাখির কূজন কানে ঢুকলেও
এসব এখন শোনার মানা।
নতুন করে তুমি ডাকলেও
জীবন এখন অংক কষা,
মায়ার ডোরে ফের বাঁধলেও
আমার এখন অনেক তাড়া।
ফিরে এসো, তুমি বললেও
ফাগুন হাওয়ায় শীতের ছোঁয়া,
মেঘের ভেলা ছুটে চললেও
জীবন এখন বোঝায় ভরা।
অরুণ আলো ফুটে উঠলেও
আমার এখন সাঁঝের বেলা,
চরৈবেতি জীবন হলেও
আমার জীবন থেমে থাকা।
প্রজাপতি ফুলে বসলেও
মধুর দেখা পায় না যাওয়া,
পলাশ রঙে তুমি সাজলেও
এখন তুমি বর্ণহীনা।
লক্ষ বছর পরে এলেও
সবুজ থাকে ভালোবাসা,
তোমায় আমি না চিনলেও
সাজিয়ে রেখো পাখির বাসা।