কবিতায় অরুণ চক্রবর্তী

বাঁদর খোঁজে
লেজটি নেড়ে আসছে কাছে
দারুণ এক বাঁদর
তাকে নিয়েই কোলে বসিয়ে
করে অনেকে আদর
বাঁদর আবার ফুটবল খেলে
ফ্রী কিক থেকেই গোল
টাই ব্রেকারেও ভীষণ পটু
খেলায় ছন্দের দোল
চারটি পায়েই নাচতে পারে
ম্যাজিক দেখায় বেশ
হাসির ভেতর বিদ্যুচ্চমক
থামে না তার রেশ
কলা খেলে চোচাটি তার
ছূড়ে মারে শূন্যে
পার্থক্য সে ভালো বোঝে
পাপ এবং পুণ্যে
স্লেট পেন্সিল পেলেই সে
লিখতে চায় যে কিছু
রায়সাহেবকে দেখলেই
মাথাটি করে নীচু
পাশেই এক গাছের ডালে
ঘুমোয় সে রোজ
সকাল সন্ধ্যায় রায়বাবু
রাখেন তার খোঁজ
ভাগ্য তার সহায় বেশ
বাঁদর আসার পর
সারাদিনই জমজমাট
রায়বাবুদের ঘর
এমন এক বাঁদর খুঁজতে
যাবো আমি বনে
ভাগ্যের চাকা ঘুরবে তাতে
ভাবছি মনে মনে।