T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন অরুণিমা চ্যাটার্জী

হৈমন্তী
ধানের শীষে শিশির বিন্দু
হিমেল হাওয়ায় দোলা,
মায়ের মতোই আপন যেন
কোমল মৃদু ছোঁয়া।
মা ফিরেছেন পতী গৃহে,
পরিবারকে নিয়ে।
আশায় থাকে মর্তবাসী
আসবে বছর ফিরে !
চির সবুজ গাছগুলো আজ
পাতা ঝরার দিনে,
মায়ের কথা মনে পড়ে
বড্ড ফিরে ফিরে।
দুষ্ট দমন শিষ্ট পালন,
তাই যে মায়ের ব্রত!
মহামায়া চিরদিনই
সেই কাজেতে রত।
কৃষ্ণবর্ণা কালী মায়ের
ভুবন ভরা রূপ,
পুষ্প দিয়ে বরণ করি,
জ্বালাই তোমার ধূপ।
শ্যামা মা যে পরের দিনই
যাবেন ফিরে চলে,
আকাশ বাতাস মুখরিত
বিসর্জনের সুরে।
ধান দূর্বা চন্দনেতে
ভাইয়ের ললাট শোভা,
সবার শেষে একটু হরষ
আসছে ভাইয়ের ফোঁটা।