স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলী -তে অলক্তিকা চক্রবর্তী

“স্বামীজি প্রসঙ্গ”

 

শিমুলিয়া স্ট্রীট থেকে শিকাগো এক দীর্ঘ যাত্রার নাম…
শুধু পায়ে পায়ে পাথরকুচি সরাতে সরাতে চকমকি হয়ে জ্বলে উঠেছো /
মা ভুবনেশ্বরীর অন্দরমহল থেকে দক্ষিনেশ্বর ছাড়িয়ে গোটা বিশ্বে…
‘নরেন’…’নরেন’, বলতে বলতে শ্রীশ্রীঠাকুর ও বিভোর…সমাধিমগ্ন
একান্তে ওই অমলিন আলোর চড়াই উতরাই ভেঙে এই শরীর-মন ও মুক্তির গন্তব্যে
কেমন করে যেন যেন পাখনায় গজিয়ে ওঠা পালক আর /
গায়ে হাওয়া লাগাটুকু উপলব্ধি করতে করতে
আনমনে সেই সীমাহীন পারাপার…
কোথায় অন্তর্জলী গঙ্গাস্নান তিলতুলসী নাকি
তেল হলুদের ব্যাকরণে সংসারটাকে ভরিয়ে দিয়েছে সহজ প্রাণারামে
একান্তের জাদুদন্ড হয়ে তুলে নিয়েছ বিস্ময়
স্রোত আর নাগালের পারে দাঁড়িয়ে প্রলয় সামলেছ একা একাই…
যথেচ্ছ বরাভয় ও প্রশ্রয় পেয়ে একটু একটু করে অন্তর্লীন আত্না যখন স্বেচ্ছায় কলম তুলে নিয়েছে/
আবেগ তাড়িত সেই সব অর্থবোধ আর কতটুকু ধরতে পেরেছে খন্ডমুহূর্তেরা…
শুধু চেতনায় জড়ো করতে চাইছি প্রয়োজনীয় সমিধ অগুরুচন্দন
ফুলবেলপাতার পরিণাম টুকু
শুশ্রূষার আঙুলে আত্নমুক্তির সে দিশাটুকুর জন্য নতজানু…
হাত পেতে আছি…দাও প্রভু
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।