কবিতায় অরুণ চক্রবর্তী

খুকুমণি
উড়ছে পাখি খোলা আকাশে
নীল পরীদের সাথে
দিয়ে গেল একটা চিঠি
খুকুমণির হাতে।
খুললো সেটা খুকুমণি
অবাক হয়ে পড়ে
আকাশ থেকে তখন শুধু
পুষ্পবৃষ্টি ঝরে।
গায়ে মাখে পুষ্পবৃষ্টি
ভীষণ মজা নিয়ে
মুখে হাসি খুকুমণির
উড়বে আকাশে গিয়ে।
ভাবতে ভাবতে খুকুমণি
মাকে প্রশ্ন করে,
“বৃষ্টিগুলো থাকে কোথায়
কীসের তৈরি ঘরে?”
“শূন্য আকাশে বেড়ায় ওরা
নিজের ইচ্ছেমতো
বড়ো হলে পড়বে বইতে
এমন আরও কত?”
এসব শুনে খুবই মজা
মাকে দেয় চুমু
আদর করে মা বলেন,
“এখন দাও ঘুমু।”