মার্গে অনন্য সম্মান অজয় চক্রবর্তী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৩
বিষয় – প্রাক আগমনী
তারিখ: ২৬/০৯/২০২০

আমার শরত

কদম ফুলে গাছ ভরেছে এলো শরতকাল,
টুপ টাপ টুপ শিউলী উঠোন ভরেছে সকাল।
আকাশেতে নীল নিলীমায় সোনা রোদে ভরা,
এলো শরত সবার প্রিয় পুলকে মন হারা।
মাঠে মাঠে শুধুই সবুজ দেখলে চোখ জুড়ায়,
কাশফুলেদের আগমনে শরত বোঝা যায়।
দিঘির জলে পদ্ম ফুলে বাড়ায় শোভা তার,
মন্দ মধুর বৃষ্টি ফোটা লাগে চমৎকার।
ছাদের টবে রং বাহারী গোলাপ গেছে ভরে,
ঝুলে আছে চালকুমড়ো জানালাটার ধারে।
কতো রকম শব্জী দেখে আনন্দে মন ভরে,
পাক ধরেছে কাঁকড়োলেতে সোনালী রং ধরে।
আগমনীর আগমনের অধীর প্রতীক্ষায়,
দিনগুলি সব অপেক্ষাতে এমনি কেটে যায়।
যদিও এবার মহামারী বিশ্ব ভুবন জুড়ে,
তবুও যেন শরত ঋতু আনন্দ অন্তরে।
ওই শোনা যায় বাজনা ঢাকের জয় দুর্গা বল,
শরত এলো প্রাণ মাতিয়ে আনন্দে হিল্লোল।
বর্ষ সেরা শরত ঋতু সবার হৃদয় জুড়ে,
দুঃখগুলো এই ঋতুতে এমনিই যায় উড়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।