সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৬)

না – মানুষের সংসদ

আমায় বলল তো পক্ষীরাজ ঘোড়ার কথা ।
বিমান বলল,
সিংহি মামার কথাও দাদু বলেছেন স্বপ্নে ।
চিত্রলেখা এবার বলল,
সিংহিমামা তো উজ্জ্বল । সেই যে ‘বসন্তে ব্যাকুল স্বার্থপর দৈত্য’ নাটকটা করাল ইন্দ্র ।
বিমানের মনে পড়ল ‘উজ্জ্বল’ সিংহি-মামা সেজেছিল ।
এইসময় উজ্জ্বল এসেছে বিমানের দোকানে ফটোকপি করাতে ।
চিত্রলেখা বলল,
উজ্জ্বল – মন কি তোমায় কোন পক্ষীরাজ ঘোড়ার কথা বলেছে !
উজ্জ্বল হেসে বলল,
হ্যাঁ ।
তারপর বলল,
আমরা দুজনে মিলেই ডাকি – পক্ষীরাজ, পক্ষীরাজ । তখনই বুধু দৌড়ে আসে ।
মন বলল – টগবগ, টগবগ ।
বৃষ্টি কিন্তু থামেনি এবার । হয়েই চলেছে । জল থই থই করছে বিমানের দোকানের সামনের একফালি উঠোনে । মন সবার অলক্ষে কখন ভাসিয়ে দিয়েছে কাগজের নৌকো । ওতে সওয়ার হয়েছে দুটি দুঃখি মৌমাছি । মন তার মাকে দেখাল ।
চিত্রলেখা এবার বলল,
চলো – হোম-টাস্ক শেষ করতে হবে তো
আরো ৩৭টা অংক বাকি রয়েছে ।
ভয় পেয়ে গেল মন । অংকের আন্টি খুব রাগী । যদি এখনও অবধি ‘মন’ কানমলা খাইনি তবু না করতে পারলে তো আর ছাড় নেই ।
ফলে সেও মাকে বলল,
চলো তবে ।

( চলবে )

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।