সাতে পাঁচে কবিতায় অতনু চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রেমে পরেছি
আমি প্রেমে পরেছি…..
হাওয়ার কথায় অধ্যাবসা করা তোর চুলের
সিঁথির মাঝখানে,
সমাজের দেয়া সংসারের,
আর, তার লাল রঙের!
আমি প্রেমে পরেছি…..
তোর শাড়ির গায়ে লেগে থাকা
শরীরের গন্ধের!
আয়নার গায়ে লেগে থাকা
পুরোনো টিপটার!
আমি প্রেমে পরেছি…..
তোর ঠোঁট আঁকড়ে থাকা
লিপস্টিকের!
তোর বুকের মাঝে জমে থাকা
পাহাড়টাকে!
আমি প্রেমে পরেছি…..
তোর কাজল আঁকা চোখে
জমে থাকা বিস্ময়ের!
খাটের পাশে তোর লজ্জা মাখা
দু’পায়ের আঙ্গুল,
আর, ঠোঁট বাঁকানো সম্মতির প্রত্যাখ্যানে!
আমি প্রেমে পরেছি…..
আমি বারবার প্রেমে পরেছি…..
তোর পাগল করা উত্তেজনায়,
কপালে উৎপন্ন হওয়া
এক-একটি বিন্দু ঘাম…..
আমি তার প্রেমে পরেছি…..