হৈচৈ ছড়ায় অরূপ চট্টোপাধ্যায়

সুকান্ত স্মরণে
স্বপ্ন সুষমায় আঁকা অমল জ্যোৎস্না ,
ভোলাতে পারে নি যার রুদ্রবীণার তারে
বেজে ওঠা কৃষানের করুণ বেদনা ।
যে ছিল নবযুগের অগ্নিহোত্রী কবি –
অস্তাচলের পথযাত্রী হয়েও – তার প্রতীক্ষায়
জেগে ছিল রবি ।
সভ্যতার উঁচু ইমারতের ওই তলে ,
দিনমজুরের কঙ্কাল দলে দলে –
শুয়ে আছে চিরস্থির – নিয়ে ক্ষুব্ধ শ্রান্তি-হরা
অভিমান , বিদ্রোহ বুকের পিঞ্জরে ভরা
সেই অভিমান তাই কোন সে কবির
অগ্নিবর্ষী লেখনীর মাঝে
এসে দিল ধরা ।।
সংগ্রামী মানস যার ,
আশা নিরাশার দ্বন্দ্বে দোলে বারবার ।
শোষকের হিংস্র হাতে শোষিতের খুন
ক্লিন্ন মেঘ ঢেকে দেয় চেতনা তরুণ ।
তবু সে চেতনা যার সুপ্তি-মৌন যুগকে শোনায়
“আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়”
ভোগ আর লোভের মিনার
ভেঙে সেই কবি হয়েছিল সাম্যবাণীতে সোচ্চার ,
ছিল সে এ পৃথিবীর মানুষের পাশে
ঘুম ভাঙ্গানিয়া জীবনবেদের গানে
তাই নাম তার ফিরে ফিরে আসে ।