|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় অরুণাভ চক্রবর্তী

কিসে মা তুই দিস দেখা
তোকে মাগো দেখবো বলে
সাধ হয়েছে যে আমার খুব,
কালীপূজায় দেখি মাগো
ও দেখায় আমার নেই সুখ।
দে মা দেখা বসন পরে
আছে মায়ের লাল শাড়ি,
দেখা আমারে কল্যাণীরূপ
রাত দুপুরে আমার বাড়ি।
পঞ্চমুণ্ডির আসন পেতে কেন
করতে হবে মাগো কঠোর যোগ,
তুই তো মা সবার তবে কেন
দেখা দিতে করিস দুর্ভোগ?
শক্তিদায়িনী বরাভয়দাত্রী তুই
কেন হবি মা জপতপের অধীন
চাইলে দেখতে তুই কেন মা
থাকিস তুই আমাদের বিহীন।
কিসের বলে দিস মা দেখা,
কোন সে যজ্ঞ মন্ত্র বলে
কিসে হয় মা সিদ্ধ পুরুষ,
ভাসি আমি মা নয়ন জলে।
শুধু মা তোর দেখা বিহনে
কতো কষ্ট পাই মনে মনে।