সাতে পাঁচে কবিতায় আজিম বাবু গাজী

ঘুমের ঘোরে
রাত ,
সে তো গভীরে খোঁজে
দুই বাহু বাড়িয়ে আলতো হাঁচায়
গভীর ঘুমে চলে পার্ক, নদীর তীর
কলেজ ক্যাম্পাস, করিডর কতনা জায়গা
পূর্নিমার গোল চাঁদ, কোকিলের ডাক
ঘুম ভাঙে ,
প্রেম আর আদরের মাখামাখি
উস্কোখুস্কো চুলে সকাল ওঠে পূর্বদিগন্তের নীলফামারীতে
আকাশের কানে কানে গেয়ে যায় গান
মনপবণের ডানা মেলা,
সে যে দূর দূরে হারিয়ে যাওয়ার দেশে
ঠিকানাহীন ঘামে চিঠি যায়
ভালো আছি,
ভালো আছি না ছাই ,
মিছে বলা ,
কেবল দূরে থেকে একটু ভালো থাকার ভান করা।