T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় অমিত বাগল 

মায়ের বাড়ি

কাশ ফুল থেকে ওঠে শারদীয়া মেঘ
তোমার  আকাশ  থেকে আরও কত আকাশের পালে
আরও  যে আকাশ আছে,সবখানে শারদীয়া
ধূপ-দীপ জ্বেলো
আমার  বুকাকাশে কাঁপা কাঁপা মোমবাতি…
শিউলীর সারারাত অসুর নিধন দেখি
কেউ নেই, কিছু নেই
ভাবিনা কখনও
এই ছায়া প্রাণসখা,শ্যাম শ্যাম
 সে আমার  ব্যথা ও সুন্দর —
আহিঢ়ীটোলায় অষ্টসখী
“যেথা আছে শুধু ভালোবাসাবাসি…”
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।