কবিতায় বলরুমে অমিত বাগল

বিষাদ যোগ

বড় হয়ে আমিও বোকা হবো,
হাবামানুষের ফিনফিনে মন পাবো
ঝরা পেয়ারা ফুলের নৌকার মতো নদীর ফিনিক্স-পঙ্খী
বোকা হবো

এও সে যাপন…
অজস্র বিয়োগের যোগের চেয়েও যোগ

এ জীবন বোকার-ই কমিটি
এত আসছি ,আসবো লিখছে আমার সুন্দর

আর বারেবারে আষাঢ়ে-কুয়াশা কপিপেস্ট হয়ে যায় নিঃসাড় দিগন্তে

আনন্দ;ওরে মা আয়, আয় না
এত দাম দিয়ে বেকার মাংস কিনি–
আর বুড়ো হতে হতে আমি বোকা হয়ে যাই

সপ্তাহে-সপ্তাহে,রোজ…

তাড়াতাড়ি আয় না, আমার সুন্দর—
বড় বোকাসোকা

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।