অ আ ক খ – র জুটিরা

আহা.. ভালোবাসা
কখনও প্রিয় মানুষটার সঙ্গে একটা ব্যস্ত দিন শেষে পাহাড়ের স্মৃতিতে হারিয়ে গিয়েছ তুমি! বা কখনও খুব ঝগড়ার পরে প্রিয় মানুষটাকে একবার জড়িয়ে ধরেছ! মন চাইনি কখনও পাহাড়ের ওই সরু রাস্তায় খুব ঠান্ডায় একটা ভরসার হাত আগলে রাখুক সবসময়। আকাশ ছোঁয়া জ্বরের ঘোরে ভুল বকাটাও কেউ শুনুক মন দিয়ে! আসলে সবাই দিন শেষে ক্লান্ত হয়, বিধস্ত হয়। মন ছুঁয়ে যাওয়া হৃদয়ের কাছের ধুকপুকানিটাও হয়ত শুনতে ইচ্ছা করে খুব। কিন্তু এজে কলিযুগ। কোথায় যেন হারিয়ে যাচ্ছে সম্পর্কের সেই মিষ্টি মধুর সমীকরণ। হাতে হাত রাখা, চোখে চোখে কিছু কথা, কিংবা কলেজের একটা অফ পিরিয়ডে দুটো ব্যালকনির এপ্রান্ত ওপ্রান্ত। আহা.. ভালোবাসা যে আজও বড় সুন্দর।
অনিন্দিতা ভট্টাচার্য্য