প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

তুমি আমার
তুমিই আমার বৃষ্টিসুখ চিবুকে ধরা মিষ্টিমুখ
রক্তে তোলপাড়
তুমি আমার বাজকাঁপা বিজলির হাসি অমাপা
কী অসহ্য ধার
তুমি আমার কদমফোটা গোলাপের মূল কাণ্ড বোঁটা
এক দুই তিন
তুমি আমার নবান্নোৎসব উজানে চলা কলরব
কেককাটা জন্মদিন
তুমিই সুরবোনা সেতার আমি বাদক তোমার
কথার কথা এসব
মূলতঃ কেউ কারো নয় জগতে নিঃসঙ্গতার জয়
মর্মে মলিন ঐক্যের স্তব।