T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অমিত বাগল

পেনিপোস্ট, কে হবে ইষ্টিকুটুম
পোস্টকার্ড পাওয়া যায় তোমাদের অভয়ার দেশে ?
চিঠি আসে ?
যায় ?
স্ত্রীর পত্র
দুঃইখ্যার মা-র
নাবালক আঁকাজোখা
যোগচিহ্ন, মায়া…
ভাই, দাদুভাই আর কোনোদিনও আসবে না…
ওতে মোহর লাগাও তুমি আর খটাখট
আমার হারানো
আমার রঙচটা,
মেঘে ডোবা–
আমার-ই এ’ খরগ্রীষ্মে মুখ-চোখ কালি —
কালাকালের ডাকবাক্স খুলে ১২টার পরে
খোলা না খোলো তুমি
কালচে নীলরঙে কাটাকুটি টিপটপ তালা
তারপরে বিটে বিটে সরুরাস্তায় নিঃসাড়ের দরজায় অমলের বুকাকাশে
আসো ?
যাও ?
পথে পথে,পথের সুরদাস —
রঙ তার দিগন্তের নীলচে হলুদ
পেনিপোস্ট;কে হবে তোর-আমার ইষ্টিকুটুম