কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

বিরহনামা

 

বাঁচো-

বিপন্ন হৃদয় আমার

সুনামি ডাকা সমুদ্রে

ডুবন্ত জাহাজ।

 

অশ্রুকাতর উঠানে

বাঁচো-

বিষণ্ণতার বিষে

এক জনম দীর্ঘ

দীর্ঘশ্বাসে।

 

পচে যেতে যেতে

পরাজয়ে

বাঁচো-

বিধ্বস্ত মানুষ

খুব খুশি যেমন

কবরের ঘন ঘাস।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।