অ আ ক খ – র জুটিরা

গ্রীষ্মের প্রথম বৃষ্টি যেন আলাদাই অনুভূতি এনে দেয়। ঝরে পড়া ফোঁটার তখন মায়াবী। শরীর ছুঁয়ে যাওয়া স্পর্শ যেন ভোলার নয়। মন চায় উজাড় করে ভেসে যেতে। প্রথম ছিটেফোঁটা থেকে ঝমঝম ছন্দ.. আহা কি সৃষ্টি। প্রচন্ড রোদ চিড়ে আকাশ জুড়ে ঘনঘটা হয় কালো মেঘের। মাঝ আকাশ থেকে চারিদিক। তারপর মেঘের ফাঁক থেকে হঠাৎ হঠাৎ ঝলকানি স্বস্তি দিয়ে যায় মন প্রাণ সব। আহা একটা বিকেল কিংবা তপ্ত দুপুর, বৃষ্টি যেন বেজায় মানায় সবকিছুতেই।
অনিন্দিতা ভট্টাচার্য্য