আমার ভাষা
ঘুমপাড়ানিয়া গান
অক্ষর জাল বোনে,
মায়ের আদর স্পর্শ
মনের হরষে
আমার প্রথম কলি ফোটে।
ঠোঁটের কোনে ঝিলিক
আমার মনের ভাষা
আধো আধো বুলি
ভাবনা ভাবের মিশেল
আমার মাতৃভাষা
প্রথম কথা বলি ।
আমার ভাষা
আবেগী নদীর মতন
ফল্গু ধারায় বয়
দু পার জুড়ে
ভাটিয়ালি গান হয়ে
ছবি আঁকে
তোমার নরম বুকে
অক্ষর যত নতজানু হয়ে!
আমার ভাষা
কাঁপা চোখের পালক
যখন মিষ্টি প্রেমের বুলি-
থমকে দাঁড়ায়
কাঁপতে থাকা ঠোঁটে
চোখে চোখ রেখে
ঠিক নীরবে জানান দেবে
ভালোবাসি।
আমার ভাষা
আজ রক্তস্নানে মুক্ত
কত মায়ের কোল
শূণ্য করে দিয়ে
পরাধীনতার চাবুক কবেই
গেছে ছিঁড়ে
অত্যাচারের
যদিও হয়েছে অন্ত,
আজ ভাষা শহীদ যত
অতল স্মৃতির গভীরে।
তবু আজও আছে
সহবাসের চুমু
আষ্টেপিষ্টে আমার
ঠোঁটে মিশে।
বাংলা ভাষার
অমৃত আর বিষে।