কবিতায় অমর্ত্য বিশ্বাস

মৃত্যুমূক
ফসলের দাবি নিয়ে যে চাষা ফুটপাতে ভাত খায়,
আমার মৃত্যুর পর তাদের মুখে জ্বেলে দিও
নাবালক ফসল
হাততালি দিতে গিয়ে যদি গ্রেপ্তার হয় শাবক,
তাহলে সবাই মাথা উঁচু করে থেকো
শয়ে শয়ে শরীর একদিন বাঁধা হবে ময়দানে,
হাঁটতে গেলেই ভেঙে পড়বে পা,
তখনো তোমরা মাথা উঁচু করে থেকো
যদি আমাকে হাতুড়ি ভাঙতে বলো
আমি মনে নেব পাথরের জোর
জয়ী হব হেরে গিয়ে
সেদিনও কিন্তু মাথা উঁচু করে রেখো…
এইবার যদি ফিরে আসি কালে কালে,
শিস ভেঙে ধান হব জেনে নিও,
সন্তান শুধু ছড়িয়ে থাকবে মাঠে।