T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অমিত বাগল

খোলাখাতা, এসো
সে এক মজাদার নিশ্চিন্দিপুরে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আন্দোলন “নির্যাতিতার ফাঁসী চাই” -টাই
দেখে মনে হয়, দড়ি ধরে মারো টান…অভিনয়ে হীরক-রাজারূপে, শ্রদ্ধেয় উৎপল দত্তের মতো অভিনেতার ঘর্মাক্ত মুখশ্রীতে
ভয়াবহ চাপ
স্লিপ-অ্যাপনিয়া–
রাজা রাজাকে টানছেন। টান মেরে রাজা রাজাকে খানখান করে দেন
একটি পরা।পরা-বাস্তবতা
আমি লিখি অট্টরাগ–
তবু ও-কথা নিয়ে আমি মিম করছিনা, রীল করছিনা, খিল্লি করছিনা । অতো সোজা-সরলার কথা-গান ওটি নয় যেরকম,সেরকমই জড়-ভরতের দেশ নয় আর আমার দেশের বাড়িটি
চাঁই ধরা চাই
ও আমার দিবসের ডায়েরি লেখা অভয়নীলার রেডবুক—
খোলাখাতা, এসো
এমন মৃত্যুযন্ত্রনা মাথায় নিয়ে আমি মরতেও পারবোনা