T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অমিত বাগল

৭-এর ২৬
বা
জন্মদিনের কবিতা
আর কতটুকু বড় হয় গাছে-শাখে তামারঙা পাতা
বড় হচ্ছে বড় হচ্ছে আমার-ও স্টোমাটা
আমি-মা-তুই মিলে অভয়া দ্যূলোক
শ্বাসে , চলাচলে বাজে কনক-নোলক
এ জনম, এই নৌকো প্রিয় শুভকাল–
ঘটি ঘটি ক্ষীরনদী তোকেই দিলাম
জল, বড় মিঠাপানি বয়
জল হলো জীবনের বর্ণপরিচয়