T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় আবদুল বাতেন

অপার আনন্দ
বেঁচে থাকা এক অপার আনন্দ
এই আলোর আলিঙ্গন, এই বাতাসের বুকে ঝাঁপিয়ে পড়া
পাখিদের প্রার্থনা সংগীত, সকাল বিকাল
স্নিগ্ধতায়- সৌরভে ঢলাঢলি, ফুলেদের
এই বৃষ্টি বকুল বা তুষার ত্বকে ঘষে ঘষে মাখা
সততা- সুষমায়, বিশ্বাস- বীজতলায়
ধীরে ধীরে বেড়ে ওঠা স্বপ্নের শেকড়, ডালপালা
তোমার হাসির ঝরণাধারায়, চন্দ্রিমা চাহনিতে
বাংলা বর্ণমালার বিজয় ঘোষণা করা কণ্ঠস্বরে
রক্তিম ওষ্ঠের অভ্যর্থনায়
দুর্দান্ত ঢেউয়ে মাতোয়ারা, পরশপাথর- পরশে
অলৌকিক সুরের মূর্ছনায়, সৃষ্টির-
বেঁচে থাকা এক বিরাট কিছু, দু’দণ্ডের দুনিয়ায়