T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আলো বসু

পুজোর বাজার
পুজোর আকাশে থোকা থোকা মেঘ , পেঁজা পেঁজা দিনগুলো ভেসে বেড়ায়
বচ্ছরকার দিন, কেনাকাটার দিন
বাবার পকেট মেনে মায়ের মানিয়ে নেওয়া
আমাদের পছন্দের কোন অপশন ছিল না, তার জন্য দুঃখ শোকের বালাইও না
নতুন জামা, প্যান্ডেল ,বইপত্র শিকেয় তোলার আনন্দ, ঢ্যাং কুড়কুড় বুকের ভিতর
বাতাসে ধূপ ধুনো,আর মা মা গন্ধ
পাড়ার দুর্গামণ্ডপে সাবেকি আয়োজন
সরল সৌন্দর্যে আমোদিত ছিল সেদিনের দুর্গাপূজা
আজকের মল ঝলমল গ্লোবাল দুনিয়ায় বছরভর অনলাইন কেনাকাটা, ই এম আই হাতছানি,
দুয়ারে বাজার,দমবন্ধ ঘর আলমারি
পলে পলে উড়ে গেল দু’চার আনা অভাব বোধের ফাঁক গলে চুইয়ে পড়া সেই ভরপুর আনন্দের স্বাদ
এখন রোজ অনলাইন শপিং,অর্ডার ট্র্যাকিং ফেসবুক লাইভে বাজার দোকান, কমেন্টে লিখছি COD available? Pp, Pp, Pp…