T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আবদুল বাতেন

চলো- আনন্দে বাঁচি
চলো- আনন্দে বাঁচি
সর্দি জ্বরের কাশি- হাঁচি
আর অভাবের হাউকাউ মাড়িয়ে
বিষণ্ণতার বন বাদাড় ছাড়িয়ে
বৃষ্টি বালিকার হাত ধরে নাচি
চলো- আনন্দে বাঁচি।
বারবার ব্যর্থতার রক্তপাত ভুলে
নির্ঘুম রাতের আহাজারি ঠেলে
দুঃস্বপ্ন, শোকের পেরিয়ে পাহাড়
থুথু ও বমির বান, মুছে ঘৃণার
অপমানের চাবুকের কালচে দাগ
ভুলে, দেখিয়ে নেয়ার গনগনে রাগ
আজ আলোকের ঝরনাধারা যাচি
চলো- আনন্দে বাঁচি।
সহজিয়ার শাশ্বত সুর ও লাবণ্যে
নিটোল বিশ্বাসের বাহুবন্ধনে
প্রতিশ্রুত প্রেম পালকের মুকুটে
মমতার ময়ূরপঙ্খি শকটে
শ্বাস- প্রশ্বাসে বসন্তের বিপ্লব রচি
চলো- আনন্দে বাঁচি।