অ আ ক খ – র জুটিরা

জীবনের উল্টো – পুরাণ – ২
আলেয়ার ধার ধরে বয়ে যায় সরু নদী। পিলপিলে তার জ্বল। কখনও বা থমকেও যায় তার প্রবাহ। তবুও হাজার নুড়ি বলে সে এগিয়ে যায় অচেনা পথে। যার কোন শেষ নেই। কবে কোন মোহনা পাওয়া যাবে..আদেও পাওয়া যাবে কি না! তবুও বয়ে যায়, কোন কিছু না পাওয়ার উদ্দেশ্যেই। জীবন ও ঠিক এরকমই বিভিন্ন খাতে বয়ে যায়। যেখানে কোন কিছুর উদ্দেশ্য ছাড়াই বয়ে যেতে হয় অন্তিম গন্তব্যের দিকে। কে জানে কি পাবে বা হয়ত কিছুই পাবে না.. অথবা রাজার গুপ্তধন!
অনিন্দিতা ভট্টাচার্য্য