অ আ ক খ – র জুটিরা

পরে পাওয়া চোদ্দ আনা
হাজার ভিড়ের মাঝে ইমোশনরা সমান্তরাল হলে নাকি ভালোবাসা বাড়ে। জমাটি আবেগ যখন ডানা মেলতে চায় তখনই চন্দ্রগ্রহণ লাগে। হাতের একটু আলগা বাঁধন ভেঙে দেয় তিলেতিলে গড়ে তোলা তাসের ঘর। শূন্যতায় যখন ডানা ঝাপটাই উড়ে যায় তখন আত্মজা। একে একে বন্ধ হয় ডায়েরির খোলা পাতারা। ফিরে দেখা কিছু স্মৃতিরা শুধু খুঁজে ফেরে আস্তানা। ফিকে হয় সবকিছুই থেকে যায় শুধু একটা বোবা মন। বারে বারে বেরিয়ে আসা কথারা গলা টিপে ধরে অস্তিত্বের।
একদিন গড়িয়ে যাবে সব থেকে সর্বোত্তম। একা পরে থাকে ফাঁকা অন্ধকার। কিংবা ফেলে যাওয়া কিছু কলঙ্ক…