অনেকক্ষণ ধরেই খাঁচার ভেতর থেকে ঘাড় ঘুরিয়ে চারপাশে লক্ষ্য রাখছিল টিয়াটা। বাড়ির কর্তা খবরের কাগজ হাতে চা পানে ব্যস্ত। গিন্নি ছেলেকে তৈরি করছেন স্কুলে পাঠানোর জন্য। কিছুক্ষণ পর বাড়ির সবচেয়ে ছোটো সদস্যটিকে স্কুল বাসে তুলে দিলেন তিনি।হাতে ধরিয়ে দিলেন একটা ছোটো তেরঙা পতাকা।বাসের বাকি বাচ্চাদের হাতেও একইরকম ছোটো ছোটো পতাকা।কারও হাতে ফুল।ধুলো উড়িয়ে যতক্ষন না সেটা মোড়ের মাথায় সম্পূর্ণ অদৃশ্য হয় ততক্ষন তার দিকে একদৃষ্টে চেয়ে রইল পাখিটা।তারপর ঘাড় ঘুরিয়ে একবার আকাশটাকে দেখল।
আজ ১৫ আগস্ট। স্বাধীনতা দিবস