কবিতায় আল্পি বিশ্বাস

শুভ জন্মদিন, ঝরাপাতা
এমন একটা জায়গা ভীষণ জরুরী ছিলো
এমন একটা সাংস্কৃতিক আড্ডাজোন
এমন একটা গন্তব্য যেথা মনখুশি
এমন একটা প্ল্যাটফর্মসম্বলিত স্টেশন।
এমন একটা বন্ধুবৃত্ত জরুরী ছিলো
ক্যুইজ কবিতা শিরোনামী কথা গল্পবাজ
এমন একটা মন ভালো করা আকাশ
জ্বালিয়ে আলো অন্তরে করে বিরাজ।
এমন একটা আদরস্পর্শ জরুরী ছিলো
এমন একটা অনুরোধের সুর
এমন একটা বসন্ত বাতাস
মালতীলতার গন্ধে সুমধুর।
এমন একটা চাঁদের আলোর অলিন্দে
পালিত হোক ঝরাপাতার জন্মদিন
মোমের শিখায় কাঁপন ধরা ছায়ায়
আনন্দগান গাইবো বাজিয়ে বীন।