T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় অমিত বাগল

দেবীপক্ষ, স্নান

মায়ের শরীর জুড়ে আগুনের স্রোত
ভাসানের দুইপারে দুমুখো বসত

তেতেপুড়ে ফিরে এলে ঘেটি ধরে স্নান
অপ-ক্ষিতি-মরুৎ-তেজে নিবিড় ভাসান

ভাসানে কলস ভেঙে ভাঙিনি আগুন
মা কী তবু চেপে রাখে বুকাকাশে ঘূণ

আমার বনের ফুল ফোটেনি শাখায়
অপরাধে অপরাধে ছায়া চলে যায়

চলে যাও সরে যাও বিজয়া-চরণ, কী অগ্নি, ঘনঘোর চোরাস্রোতে ভেসে যাবে পোড়াকাঠ–চাঁদমালা চোর।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।