হৈচৈ কবিতায় অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়

সূর্যের আলো জ্বলে
এ্যতো করে আমি জানতে যে চাই
দেখি কেউ কিছুই না বলতে চায় ,
কে যে ভোরবেলা আকাশের বাড়ি গিয়ে
আলো জ্বেলে আসে সূর্যের বাতিটায় !
দিদি শুনে বলে , এটাও জানো না তুমি !
কবে থেকে ঐখানে থাকে আলাদীন ,
সেই জ্বালে রোজ, বাড়ায় কমায়
তাই সূর্যের আলো পেয়ে থাকি সারাদিন ।
আমি মনে ভাবি দিদি তো বয়সে বড়ো
বুদ্ধিও ওর রয়েছে কিছুটা বেশি ,
তাছাড়া ওকে দিনরাত দেখা যায়
বড়োদের সাথে করে খুব মেলামেশি ।
রাতে শুতে গিয়ে ওকে জিজ্ঞেস করি
সূর্যের কথা কিকরে জানলি তুই !
পাশ ফিরে শুয়ে চোখ বুজে দিদি বলে
ঘুম নেই চোখে তোর , চুপ কর আমি শুই।।