অ আ ক খ – র জুটিরা

শীতের শেষে বসন্তের হাওয়া বারবার হিসেব কষে নেয় বছরের প্রত্যেকটা পাওয়া-না পাওয়ার। ঠিক যেমন নিজের ভালো মন্দের চুলচেরা হিসেব আমরাও একবার মিলিয়ে নি। এই বসন্তের হাওয়া বড্ড এলোমেলো। এক নিমেষে সবকিছু ওলট-পালট করার ক্ষমতা রাখে। তবু কখনও যদি সাহস করে সেই এলোপাথাড়ি হাওয়াতে নিজেকে ভাসানো যায়! তখন পৃথিবীর সবথেকে সুখী মানুষটা বোধকরি নিজেকেই মনে হবে। সব পিছুটান পিছনে ফেলে একবার যদি ভেসে যাওয়া যায়! মাত্র একটিবার ওই সাহসটা করতে পারলেই সমস্ত হিসেব-নিকেশের উর্দ্ধে গিয়ে এক নতুন আমিকে আবিষ্কার করা যায়। যার না আছে কোন পিছুটান না কোন ভয়, পৃথিবীর সবথেকে সুখী ও সাহসী হবে সেই। ঠিক যেমন এত ওরাজগতার সমাজেও এখনও সবথেকে শক্তিশালী অস্ত্র হিসাবে রয়ে গেল একটা অতি ক্ষুদ্র কলমের আঁচড়। তাই দিনশেষে সব ভুলে একবার খাতায় কলমের আঁচড় দেওয়াই যায়, সেই একদম আলাদা নতুন আমিটার মত!
ভালোবাসায় থাকুন, ভালোলাগায় থাকুক।
অনিন্দিতা ভট্টাচার্য্য