কবি স্মরণে অমিতাভ ভৌমিক

আমি ও রবীন্দ্রনাথ

লকডাউনে এক বছরেই যত্নে, অযত্নে মাথায় পড়ন্ত বেলার প্রশস্ত ললাট ঢাকা সাইনিং গ্লোরী। গালে কাঁচা পাকার আবক্ষ রায়ট। ম্যাজিক মিররে দেখি খানিকটা বেশ নির্লিপ্ত গর্বে ভরা কবি রবি ল্যুক।
গলায় সুর, লয় ও তাল নাই, কলমের জোর নাই, তো কি হইয়াছে, দাড়িওয়ালা তো চিরন্তন, চির আধুনিক অসীম নীল আকাশের মত আমার সময় আর হৃদয় জুড়িয়া আছেন।
মেঘ, রোদ, ঝড়, বৃষ্টি ও ঋতুর আনাগোনায় তার নীল ক্যানভাসে আমার ভাবনার লুকোচুরি খেলা,
প্রেম, ভালোবাসা ও সৃষ্টি সুখের উল্লাসের কত ফিউশন।
রণে, বনে, জঙ্গলে, শয়নে, স্বপনে,ধ্যানে, জাগরণে তিনি ও আছেন ত্রিকালদর্শী প্রেমিক পুরুষ, টাইম মেশিনে সদা চলমান, যাহারে একবার স্মরণ করিলেই সুখ, দুঃখ, মৃত্যু ও ভয় তুড়িতে করিতে পারি জয়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।