কবিতায় পদ্মা-যমুনা তে আব্দুল বাকী (গুচ্ছ কবিতা)

১|
ঘরছাড়া বিকেলের শিরোনাম
পথে পথে এগিয়ে যেতে সাবস্ক্রাইব সন্ধ্যে
পাঠ করছি নিজেকে
ডাষ্টবিন অথবা এঁটো থালায়,,,
প্রিয় বিজ্ঞ হিরোপামা,
হায়, অভিমানী আমার সাবেক প্রেমিকা
অচেনা প্রেমের ভান ঘরে নিজেকে ফেলে
না হাইফেন না কমা
একদম মোহনায় মিশে একাকার দাড়ি চিহ্নে
যেখানে স্বার্থের তুমুল বোঝাপড়া
ল্যাম্পপোস্ট হয়ে আজও টিঁকে আছে
২|
আমার প্রথম প্রেম আজও দীর্ঘশ্বাস ফেলে আদিবাসী উঠোন ঝাড়ু দেয়
লিলুয়ার আলতা রাঙা পথ,,,
আমি রূপের বাজারে ওকে নিলামে তুলে বেচে দিয়েছি;
কমদামি পণ্যের সাথে
আসলে সস্তা পণ্যের সাথে প্রেম ভুলে যাওয়া
প্রেমিক আমিও
যেমন হিরোপামা ইদানিং।