গুচ্ছ কবিতায় অঞ্জন ব্যানার্জ্জি

১| লড়াই
বাতাসে চঞ্চল শব্দের ঢেউ
দগ্ধ মানুষ বজ্রের আঘাতে
উপড়ানো ঘর ঝড়ের তান্ডবে
শক্তির দম্ভে সাগরের উচ্ছাস
নৃশংস বধে বাঘের উল্লাস
আতঙ্কিত মানুষ ঘরহীন প্রান্তরে।
ওরা দেখেছে মানুষের হাঁটাপথে
উর্বর মাটিতে লাঞ্ছিত লাঙ্গল
দক্ষ শ্রমিকের নিষ্পেষিত পেশী
বিবস্ত্র নারীর ভূলুন্ঠিত সম্ভ্রম
শূদ্র শিক্ষার্থীর অশ্রুরূদ্ধ স্বর।
ক্ষয়িষ্ণু চাঁদের নীচে অন্ধকারে
ওরা দলবদ্ধ, প্রস্তুত করে অস্ত্র
শোষিত লাঞ্ছিত বুকের স্পন্দনে,
দলিতের শক্তিতে ম্রিয়মান হবে
বজ্র, ঝড়, সাগর, বাঘের আস্ফালন।
২| প্রতিমা বিসর্জন
ঘুম ভাঙ্গে সাত সকালে
সূর্য ওঠার আগে
বাড়ি ফেরে আঁধার নিয়ে
রাত দ্বিতীয় প্রহরে,
ভোরের প্রথম ট্রেনে
নারী সেজেগুজে ওঠে
শরীর নিলাম কোরে
শেষ ট্রেনে ফেরে,
নিলাম প্রতিদিন
বনিকের ঘরে
নারীর মকর রেখা
রাক্ষসের ভোগে।
প্রতিদিন চন্দ্রকলা ক্ষয়
রাহুর গ্রাসে
কলিতে মেলেনা রাম
অহল্যা হয়না উদ্ধার
নারী নীরবে কাঁদে
প্রতিদিন প্রতিমা বিসর্জন।