প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

সুখ
প্রতীক্ষায় থাকি, কম্পমান প্রতিক্ষণে- তোমার
তুমি আসবে
নিষেধের লাল বাতি, কাঁটাতার মাড়িয়ে
মমতার মহৌষধে, আমার
লাগাতার অনিয়ম, অসুস্থতা সারিয়ে তুলতে।
তোমার ওষ্ঠের আভায়
হাসির প্রলেপে মুছে যাবে, অপমানের ঘাগুলো
পরাজয়ের পচনগুলো এবং
কলিজার ক্ষতগুলো আমার।
ঝড়, চক্ষুলজ্জার; পাশ কেটে
বদনামের ব্যারিকেড ভেঙে, তুমি আসবে
আটলান্টিকের এপারে
তোমার অন্তরের উর্বরতা, আমার
বিষণ্ণতার বাগানে ফোটাবে অনন্য এক ফুল
সুখ- যার নাম।