অ আ ক খ – র জুটিরা

ভেসে চলা জীবনতরীতে বেজে ওঠে উলুধ্বনি
নাওয়ের বৈঠায় কতটা পথ কতটা যাপন
তা মেপে দেয় জ্বলছাস
দূরের অনন্ত আকাশ জানান দেয়
গভীর এ প্রেমে মায়ায় জড়ানো জীবনের
কখনো বা সাবধান বাণী
এ তরীর নেই কোন কূল নেই কোন কিনারা
দ্বার বেয়ে পার করতে হবে একের পর এক সঙ্গম
যা আজীবন রচিত হয়ে এসেছে একেক অধ্যায় হিসাবের
মিলানোর দায়িত্ব তবে কার!
অনিন্দিতা ভট্টাচার্য্য