কবিতায় বলরুমে অমিত বাগল

মৃত্যু ?
সে তো
ঘরে-বাইরে জোনাকি পোকার আলো
আলোয় কালো-কুৎসিত লুকোতে পারবেনা গো
বোকাপোকাদের ঘাড় মটকে জ্বেলে রাখছো কালো
কালো কী? কালো কী?
সে অনেক আলো,মৃত্যুর নিজস্ব স্বর—
স্বরের নির্জনতা লোপাট করাতে পারবেনা কোনোদিনও —
ছল ছক আর চতুর যে কাল
দিক-দিগন্তে অপানের জবানবন্দি, মহাপ্রাণ
শোনো,ধোঁয়া-ধ্বনি…