কবিতায় অঞ্জন ব্যানার্জ্জি

আজ আমি একঘরে
যেতে হয়, যাব
আমার স্মরণ সভায় কী কথা হবে
কী রেখে যাব!
বেঁচে থাকার সংগ্রামে
নতমুখে কলম পিষেছি
এখন হাত রাখি কীবোর্ডে।
ঘটনা ঘটেছে, রটনা রটেছে
কপালে চিহ্ন দেশদ্রোহীর
সীমানায় বাঁধা গতিবিধি।
শুধু মুখ উঁচু করে বলেছিলাম
এটা তোমাদের অন্যায়।
আজ আমি একঘরে,
রাহুগ্রস্ত অপসৃয়মাণ চাঁদের মতন
যদি যেতে হয়, যাব
ফিরে আসব শুক্লপক্ষে।