প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

শুভ কামনা
মোটা চালের ভাত, মোটা কাপড়
না হোক ঘরে ঘরে চাকরি বা চিকিৎসা সেবা
সুতীব্র স্লোগানের সূর্যোদয় স্বর হোক, কবিতা তোমার
এক চিলতে মাথা গুঁজার ঠাঁই
কিংবা না হোক সবার জন্য সুশিক্ষার সুফল
কবিতা মিছিলের মুঠি করা হাত হোক, রাজপথে জনতার
পিপাসায় সুপেয় পানিপাত্র
বাক স্বাধীনতা কি মুক্ত বুদ্ধির বিজয় না হোক
গনগনে প্রতিবাদের পতাকা হোক, কবিতা তোমার
করতালির তুফান, লাল গালিচা
না হোক পলকে পদোন্নতি ও পদক রাশি রাশি
কবিতা তোমার কফিন ও কাফন হোক, কালের করাতে