কবিতায় পদ্মা-যমুনা তে আসমা আক্তার

এইবার মরে গেলে
এইবার মরে গেলে তারা নয় গাছ হবো,
সমাধিস্থল যেন না হয় পতিত জমি;
এটাই অন্তিম প্রার্থনা।
আমার মৃতদেহ শোষণ করে
লকিলকিয়ে বেড়ে ওঠা গাছেরা আমারই ভিন্নরূপ।
ডালে বাসা বেঁধে ক্লান্ত পাখি ঘুমিয়ে যাবে,
ভোরে ফল-ফুলের সৌরভে মন আর পাকস্থলী দু’টোই ভরাবে।
তারপর আহ্লাদে ডানা মেলবে আকাশ পানে,
সেই গাছের ফল খেয়ে বেঁচে থাকে যে পাখি সে আমারই ভিন্নরূপ!
এইবার মরে গেলে মানুষ নয় পাখি হবো,
মুক্ত আকাশে দিনভর ওড়ে বেড়াবো!
এইবার মরে গেলেও বেঁচে রবো,
ক্ষুধার্ত পথিকের আহার আর আশ্রয় হবো।