মুক্তগদ্য তে ডক্টর আকবর আলি

বৃষ্টি ঐ দূর আকাশে

তাকিয়ে আছি দূর আকাশে
ঘন কালো মেঘে ভরা ।
বৃষ্টি এবার আসবে ধেয়ে,
শীতল-শান্ত, হবে ধরা ।

বৃষ্টি না-বলা , কথা বলে
মেঘমালার সাথে বন্ধু হয়ে চলে ।
মেঘে-আছে বাষ্প, জলবিন্দু জমা
বজ্রের- ঝলকানি, করেনা-কভু ক্ষমা ।

মেঘ দেখে ঐ দূর-আকাশে
পায়রাগুলো , নব-দিগন্তে ওড়ে,
বৃষ্টির অবিরাম-অঝোর ধারায়
অন্তরের- সবুজপাতা,-বারেবারে -নড়ে ।

বৃষ্টি এলো, কালো-মেঘে, দূর আকাশে
সোঁদাগন্ধের ঘ্রাণ, আর সুবাসে ।
চাতক চেয়ে ঐ ঘন-ঘটা মনে তৃষা ভরা
ময়ূরের হর্ষ-নৃত্যে, পরিপূর্ণ এই ধরা ।

এবার কেন বৃষ্টি তুমি আছো দূরেদূরে
ময়ূরপঙ্খী নাচছেনা-গো,আগের মতো ঘুরে ।
বৃষ্টি তুমি এসো ধরায়, ঝরিয়ে তোমার ধারা
তুমি বিহীন ভূবনটাতে ,আসবে এবার খরা।

<><><> সমাপ্ত<><><>

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।