ক্যাফে কাব্যে অমৃতা

সময় মত দেখা হওয়ার কথা ছিল
ঠিক তখনই থেমে গেছিলো ঘড়িটা!
আবেগ ছিল আকন্ঠ,
তুমি বলেছিলে শেষ দেখা,
পরিনয়ের দিন আগত তোমার !
সময় গড়িয়ে গন্তব্য এলো,
তুমি কোথাও ছিলেনা!
চোখ ভিজে তখন রাস্তা ঝাপসা!
সামান্য অপেক্ষা তোমার ধাতে নেই জানতাম!
তবু দাঁড়িয়ে ছিলাম পথ চেয়ে বহুক্ষণ!
তারপর ?
হাঁটা আবার  ফিরতি পথে।
জীবন চলল তার নিজস্ব গতীতে।
আজ ২১বছর পর শেষ দেখা হল –
তুমি আজ সফল ডাক্তার, সুখী সংসারী  মানুষ!
আর আমি?
সেদিন থেকেই জীবন্ত লাশ এই এসাইলামে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।