সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

তমসাহৃদি
তুমি মন্ত্র বলামাত্রই সূর্যকে অস্ত যেতে হয়, নিশিগন্ধা ফোটে,
তুমি মন্ত্র বলামাত্রই মনের মধ্যে ফুটে ওঠে দিগভ্রান্ত রং,
আমার মিথ্যেগুলোকেও নিপাট সত্যি করে দেয়, তমসা আমার।
তোমার সব ফুল সুগন্ধি, মাতালের মতো আঁধারে চুঁইয়ে চুঁইয়ে
ডুবে যাই তোমার আঁচে, সে উষ্ণতায় যাই ভিজে, হে অন্ধবৎ গর্ব,
তোমার বিন্দু বিন্দু রাত ব্যাপ্ত করে গোটা আকাশ, আমার আকাশ।
গভীর রাত, গন্ধরাজ আর মনস্তত্বের খুনসুটির গল্প খুঁড়ে খুঁড়ে
পুলকিত যাতনা যত, আমায় মুক্তি দাও এই ঠগ আলো থেকে,
আমি পুরোপুরি তোমার, হে তমসা, বন্ধু আমার, প্রতিধ্বনি কর।