খাদ থেকে উঠে আসা নির্দোষ দুঃস্বপ্নদের আমি দেখি পাহাড়ি ঢাল কেটে নেমে যেতে সমতলে,
চোখাচোখি হলেই ছায়া মেখে অনুসরণ করি,
আনুষাঙ্গিক সমস্ত আলোচনা উঠে আসে টেবিলে,
কাগজ টেনে নিই ; টুকে রাখি দীর্ঘ যাপন।
রাত ছাড়া সবটুকু রাস্তা আমার আশ্রয় ,
পাশাপাশি নদীর শরীরে প্রবেশ করতে থাকে শীত,
শুষ্কতা বেড়ে যায় ,
তোমার আদ্র স্বভাব ভালোবাসি বলেই প্রমাণ করতে ,
বিশ্বাস ভাঙা পুতুলগুলো এখন আমার কাছে রেখেছি।
একটি একটি করে তাদের হাত ,পা, মাথা খুলে রাখছি ,
চোখ টুকু উপড়ে ফেলি কলম দিয়ে।
স্বপ্ন সে তো পূর্বে দৃশ্যত ,
তোমাকে ভালোবেসে সমস্ত দুঃস্বপ্ন আমি দেখে নি, আর সে তো তাদেরই দান।